Prime
Daily
হাতির হানায় মৃতের পরিবারকে ৫ লক্ষ্য টাকার চেক
By Business Prime News | June 14, 2021
Daily
হাতির হানায় মৃতের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সরকারি ঘোষনা অনুযায়ী, ৫ লক্ষ্য টাকার চেক মৃতের ছেলের হাতে তুলে দেন বনদপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা এবং ঝাড়গ্রামের ডিএফও জে সেখ ফরিদ।
রাবিবার সকালে ঝাড়গ্রামের কলাবনিতে পারু মাহাত(৬৫) কে হাতি শুঁড়ে তুলে আছাড় দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। হাতি সমস্যার স্থায়ী সমাধানের জন্য পথ অবরোধ করে গ্রামবাসীরা। সেই ঘটনায় মৃতের পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। বনদপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা মৃতের ছেলে দীপক মাহাতর হাতে চেক তুলে দেন । পরিবারের একজন কে চাকরির আশ্বাসও দেন তিনি । অসহায় পরিবারের জন্য সরকারের ভূমিকায় খুশি পরিবারের লোক জন।
অরুপ ঘোষ ,ঝাড়গ্রাম