Story
হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই মা আসবেন মর্ত্যে। গোটা রাজ্য জুড়ে তাই এখন সাজো সাজো রব। ব্যস্ততা তুঙ্গে উঠেছে কুমোরপাড়ায়। অন্যান্য বছর এই সময় প্রতিমা শিল্পীদের নাওয়া খাওয়ার সময় থাকে না। এই বছরেও সেই ব্যস্ততার আঁচ পাওয়া যাচ্ছে কুমোরটুলিতে পা রাখলে। কিন্তু ছন্দ কেটেছে অতিমারি।
গত বছর করোনাভীতির সূত্রপাত। তাই মানুষের হাতে টাকা থাকলেও দুর্গা পুজো হয়েছিল বিধিনিষেধের সকল গেরো মেনে। এবার সেই ভয় যতটা না রয়েছে তার চেয়েও বেশি রয়েছে অর্থসংকট। তাই টান পড়েছে পুজোর খরচে। প্রতিমা থেকে প্যান্ডেল, আলোকসজ্জা। সর্বত্রই দেখা যাচ্ছে এই সংকটের রেশ। ফলে ক্ষতির মুখ দেখতে হচ্ছে প্রতিমা শিল্পীদের। একদিকে কাঁচামালের মূল্যবৃদ্ধি। অন্যদিকে বরাত পাওয়ার অঙ্কটাও কমেছে। তাই সমস্যার মধ্যে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের প্রতিমা শিল্পীরা।
আর ঠিক এমনই একটা সময়ে প্রতিমা শিল্পীদের পাশে এসে দাঁড়ালো রাজ্য সরকার। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুমোর টুলি এলাকায় পরিদর্শনে যান জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আধিকারিক সুনীল সরকার। সঙ্গে ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের আধিকারিক রানা দেবদাস। পুজোর আগে কেমন আছেন শিল্পীরা? কিভাবে কাজ করছেন তাঁরা? সবই ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন শিল্পীদের সঙ্গে। একইসাথে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি সম্পর্কে কথা বলেন শিল্পীদের সঙ্গে।
শুধু পরিদর্শন নয়। অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্পীরা যাতে আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন তার জন্য পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। প্রয়োজনমত করেছে আর্থিক সাহায্য।
রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতার হাত বাড়ানোয় অনেকটাই আশ্বস্ত হয়েছেন শিল্পীরা। তাঁদের তরফ থেকে আশ্বাসবার্তা পেয়ে যে প্রতিমা শিল্পীরা অনেকটাই আশাবাদী। সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
একদিকে অতিমারি, অন্যদিকে মূল্যবৃদ্ধি। আর এই সাঁড়াশি আক্রমণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রতিমা শিল্পীদের। বরাত পেলেও এবারে যেন ঠাকুর ঠাকুর করে দুর্গাপুজো করে নেওয়াটাই পুজো উদ্যোক্তাদের মূল মন্ত্র। তাই লাভের মার্জিন অনেকটা কমিয়েই প্রতিমা বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা। রাজ্য সরকার পাশে দাঁড়ানোয় সেদিক থেকে অনেকটাই সুবিধে হবে তাঁদের। গোটা বাংলায় যখন পুজোর রেশ থাকবে তখন প্রতিমা শিল্পীদের ঘরেও যেন সেই আনন্দের আবহ গিয়ে পৌঁছয়। তাই যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। পাশে দাঁড়িয়েছে কুমোরটুলির প্রতিমা শিল্পীদের পাশে।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর