Market
সংক্রমণ যখন রকেট গতিতে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার খরচও। কোথাও অক্সিজেনের হাহাকার তো কোথাও শয্যার অভাব। প্রতিদিনই মৃত্যুমিছিল দেখছে দেশ। এই অবস্থায় অক্সিজেনের ঘাটতি মেটাতে দাম কমানোতেও সমানভাবে উদ্যোগী হল মোদী সরকার। শনিবার কেন্দ্র ঘোষণা করল অক্সিজেন সিলিন্ডার উৎপাদন এবং বিক্রির ওপর স্বাস্থ্য শুল্ক ছাড়ের। সিলিন্ডার তৈরির সরঞ্জামেও পাওয়া যাবে এই ছাড়।
অক্সিজেন সিলিন্ডারে ছাড় ঘোষণা করায় কিছুটা স্বস্তিতে হাসপাতালগুলি। ১২% পণ্য পরিবহনের সম্পূর্ণটাই ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি অক্সিজেন উৎপাদন, সিলিন্ডার তৈরির সরঞ্জামেও দেওয়া হয়েছে ছাড়। সর্বমোট ১৬টি চিকিৎসার সরঞ্জামের ওপর আমদানি শুল্ক এবং স্বাস্থ্য শুল্কে ছাড় দিয়েছে কেন্দ্র। যার ফলে আশা করা হচ্ছে, দেশজোরা অক্সিজেনের এই বিপুল চাহিদায় উপকৃত হবেন হাসপাতাল থেকে সাধারণ মানুষেরাও। এই ছাড় বলবৎ থাকবে আগামী তিন মাস পর্যন্ত।
ব্যুরো রিপোর্ট