Trending

মেসেজটি পেয়েছেন তো? হ্যাঁ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোভিড হেল্প সংক্রান্ত যে মেসেজটি আসছে, তার কথাই বলছি। আর মেসেজ পেয়ে থাকলে এটাও জানেন যে কতদিনের মধ্যে আবেদন করা যাবে, এবং কত টাকা পাওয়া যাবে? সেকি? আপনি এখনও পাননি? সোশ্যাল মিডিয়াতে তো এখন রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে এই আর্থিক অনুদানের মেসেজ।
যারা এখনও এই মেসেজ সম্পর্কে বিন্দু বিসর্গ জানেন না তাদের জন্য একবার বলে রাখা ভালো। সম্প্রতি বেশ কয়েকজন মানুষ ফোনে একটি মেসেজ পাচ্ছেন। যেখানে লেখা রয়েছে, নিচের লিংকে ক্লিক করে আবেদনপত্র জমা করলেই পাওয়া যাবে ৫০০০ টাকা। আর্থিক এই অনুদান আসছে স্বাস্থ্য মন্ত্রকের করোনা তহবিল থেকে। আর আবেদন করতে হবে ১৫ জানুয়ারির মধ্যে।
কিন্তু জানেন কি? আসলে এই সমস্ত তথ্যই ভুয়ো? হ্যাঁ। একদম ঠিক পড়ছেন। স্বাস্থ্য মন্ত্রকের করোনা তহবিল থেকে কোনরকম আর্থিক অনুদান দেওয়া হচ্ছে না। আসলে এটি একটি গুজব। আর এমন ভুয়ো খবর চাউর হতেই নড়েচড়ে বসেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। রীতিমত রিসার্চ করে, তারা জানিয়েছে, এই ধরনের মেসেজের কোনো সত্যতা নেই। এবং এটি সম্পূর্ণরূপে একটি ভিত্তিহীন মেসেজ।
পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইটারে সম্প্রতি একটি ছবি পোস্ট করে জানানো হয় যে, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো কোভিড হেল্প সংক্রান্ত আর্থিক সহায়তার বার্তাটি একেবারে ভুয়ো। দয়া করে কেউ ভুয়ো মেসেজ ফরওয়ার্ড করবেন না।
প্রসঙ্গত, জেনে রাখা ভালো, সরকার সংক্রান্ত কোনো তথ্যের সত্যতা কিভাবে যাচাই করবেন। এক্ষেত্রে আপনাকে পিআইবি
সাহায্য করতে পারে। সরকার সম্পর্কে নজরে আসা যেকোনো খবর যদি আপনার সন্দেহজনক মনে হয়, সেক্ষেত্রে ওই খবরটির ছবি অথবা স্ক্রিন শট অথবা ইউআরএল নিয়ে +৯১ ৮৭৯৯৭১১২৫৯ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা pibfactcheck@gmail.com -এ মেইল করতে পারেন।
ব্যুরো রিপোর্ট