Daily

স্কুলেই তৈরি করা হবে করোনা রোগীদের সেফ হোম। এমনি নির্দেশ দিল রাজ্য শিক্ষা দফতর। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, শয্যার অভাব পূরণ করতেই স্কুলগুলিকে বদলে ফেলা হবে সেফ হোমে। তার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে রাজ্যের স্কুলগুলিকে। প্রথমে স্যানিটাইজ করা হবে তারপর গড়ে তুলতে হবে সেফ হোম। এবং এই প্রক্রিয়াটা দ্রুত সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।
করোনা পরিস্থিতির মধ্যে এমনিই দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে স্কুলগুলি। পঠনপাঠনের পুরোটাই চলছে অনলাইনে। এদিকে রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। হাসপাতালে শয্যার ঘাটতিও হতে দেখা গেছে। তাই শয্যার অভাব দূর করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
ব্যুরো রিপোর্ট