Prime
Daily
ছুটি বাতিল বিদ্যুৎ কর্মীদের
By Business Prime News | May 22, 2021
Daily
ধেয়ে আসছে ইয়াস। আরবি শব্দ ইয়াসের অর্থ হতাশা। আর এই ইয়াস আছড়ে পড়ার আশঙ্কায় রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। একইসঙ্গে কেন্দ্রের তরফ থেকে খুলতে বলা হল কন্ট্রোল রুম। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের সমস্ত সরকারি কর্মচারীদের, যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাদের ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে বুলবুল, আম্ফানের থেকে শিক্ষা নিয়ে বিদ্যুৎ বিপর্যয় ঠেকাতে ২৫ তারিখ থেকে বিদ্যুৎ দপ্তর চালু করছে বিশেষ কন্ট্রোল রুম। সেই মত মন্ত্রী অরূপ বিশ্বাস উঠেপড়ে লেগেছেন। বাতিল করা হয়েছে বিদ্যুৎ কর্মীদের ছুটি। বিদ্যুৎ দপ্তরের যে কন্ট্রোল রুম খোলা হবে তার নাম্বার দুটি হল -৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪
মানস চৌধুরী, কলকাতা