Daily
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার নজরুল শতবার্ষিকী সভাকক্ষে প্রশাসনিক বৈঠক সারলেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সভাকক্ষে যেমন উপস্থিত ছিলেন ১০০ জন প্রশাসনিক কর্তাব্যক্তি তেমনি বাদবাকি প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হলেন ভার্চুয়ালি।
মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় প্রথম থেকেই একদিকে যেমন কয়েকটি প্রকল্পের কথা ঘোষণা করলেন, তেমনি ঘোষণা করলেন প্রত্যেক পুরসভায় একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। পুরসভাগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন পর্যবেক্ষকরা। আর সামগ্রিকভাবে দায়িত্বে থাকবেন সুরজিৎ কর পুরকায়স্থ।
এদিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের জনগণের দায়িত্ব পালনে বিশেষভাবে জোর দেন। জোর দিলেন জনপ্রতিনিধিদের ফোন খোলা রাখার বিষয়ে। বললেন, সকাল ১০টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত যেন জনপ্রতিনিধিরা ফোন খোলা রাখেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, অনেক জনপ্রতিনিধি ফোন ধরেন না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী জনগণের কাজ করার জন্য জনপ্রতিনিধিদের ফোন ধরে মানুষের ন্যুনতম পরিষেবা দেবার বিষয়ে দায়বদ্ধতা সম্পর্কেও সুনিশ্চিত করলেন।
স্বাস্থ্য সুরক্ষার দিকেও বিশেষ নজর দেবার কথা জানালেন মুখ্যমন্ত্রী। যেহেতু করোনা আবহ এখনো রয়েছে একইসঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার আতঙ্কও মুছে যায়নি, তাই পঞ্চায়েত সমিতিগুলিকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনার এই প্রশাসনিক বৈঠক থেকে।
গ্লোবাল ওয়ার্মিংয়ের দাপট নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সতর্ক হতে দেখা গেল আজকের প্রশাসনিক সভায়। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে কার্যত রাজ্যের বহু এলাকার রাস্তাঘাট থেকে চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে। সেদিক থেকে কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব সেই বিষয়েও নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই মানুষের সঙ্গে কিভাবে সরকার সরাসরি যোগাযোগ রাখতে পারে সেদিকে অনেক বেশি সচেতন থেকেছেন মমতা নিজেই। সেইমত নির্দেশও দিয়েছিলেন। তবু জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্বের কথাটাও তাঁর কানে এসেছিল। তাই এবারের প্রশাসনিক বৈঠকে সাধারণ মানুষ যাতে জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে, এবার সেই নির্দেশই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অঙ্কিত মুখার্জী
মধ্যমগ্রাম