Market

করোনার চিকিৎসা বর্তমানে বহু মানুষের কাছে হাতি পোষার মতই ব্যয়বহুল হয়ে উঠেছে। হাসপাতালের বিল থেকে ওষুধের খরচ সামলাতে রীতিমত নাকানিচোবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় সাধারণ মানুষকে রেহাই দিতে বড় ঘোষণা করলে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, করোনা চিকিৎসায় আর্থিক সাহায্যের টাকায় আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এমনকি করোনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করলেও আয়কর ছাড়ে সেই একই সুবিধা পাওয়া যাবে। অর্থ মন্ত্রকের দাবি, করোনার চিকিৎসা করাতে যদি কোন ব্যক্তি নিয়োগকারী সংস্থা বা আত্মীয়-বন্ধুদের থেকে টাকা নেন, তার পুরোটাই ছাড় পাবেন সংশ্লিষ্ট গ্রহীতা। এমনকি করোনায় মৃত পরিবার যদি নিয়োগকারী সংস্থা বা আত্মীয় পরিজনের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তাহলেও মিলবে সেই ছাড়। এছাড়াও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, করোনায় আক্রান্ত কোন ব্যক্তি বা পরিবারকে কোন নিয়োগকারী সংস্থা আর্থিক সাহায্য করলে সেক্ষেত্রে পাওয়া যাবে করছাড়।
ঘোষণায় জানানো হয়েছে, যারা সরাসরি কর দিয়ে থাকেন তাদের জন্য কেন্দ্র ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে। মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অগাস্টের ৩১ তারিখ পর্যন্ত। করদাতারা এই সময়সীমার মধ্যে কর জমা দিলেও তার জন্য কোন জরিমানা দিতে হবেনা। এমনিতেই অতিমারির দ্বিতীয় ঢেউতে কাবু মানুষের পকেট। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের ফলে স্বস্তিতে সকলেই।
ব্যুরো রিপোর্ট