Daily
শীঘ্রই একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর পেতে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে সেজে উঠতে চলেছে অণ্ডাল বিমানবন্দর। কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে দাঁড়িয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে একপ্রস্থ আলোচনা সেরেছেন তিনি।
সরকারি সহায়তায় সিঙ্গাপুরের আন্তর্জাতিক চাঙ্গি এয়ারপোর্ট এবং বেঙ্গল এরোট্রপোলিস প্রজেক্টস লিমিটেড যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে বলে জানা গিয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে অণ্ডাল, দুর্গাপুর সহ সংলগ্ন এলাকার মানুষের বিদেশে যাত্রার ক্ষেত্রে আর কলকাতা বিমানবন্দরে আসার ঝক্কি পোহাতে হবে না। তাছাড়াও কলকাতা বিমাবন্দরের উপর থেকেও চাপ খানিক লঘু হবে।
যাত্রী সুবিধার পাশাপাশি, রাজ্যে শিল্পে জোয়ার আনতেই উত্তরবঙ্গ এবং বাংলার পশ্চিমাঞ্চলে দুটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, মুম্বাই, চেন্নাই, গৌহাটি সহ দেশের মোট ১০ টি শহরের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত রয়েছে এই অণ্ডাল বিমানবন্দর। এখন কেবল আন্তর্জাতিক বিমান ওড়ার অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী।