Daily

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। আজ বিকেলে হঠাৎই দিল্লি যাওয়ার সময়সূচি ছিল তার। ফিরবেন আগামী শুক্রবার। তবে এই চারদিনের দিল্লি সফরের আগে হঠাৎ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন, তা নিয়ে উঠছে জল্পনা।
চিঠিতে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, ভোট পরবর্তী পরিস্থিতিতে এখনো চুপ কেন রাজ্য? স্বাধীনতার পরে এরকম পরিস্থিতি এই প্রথম তৈরি হলো বলেও লেখেন তিনি। এছাড়াও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী কেন নীরব এবং নিষ্ক্রিয়? এমন প্রশ্নও তোলেন তিনি। দিল্লি যাওয়ার আগে ফের মমতাকে কড়া চিঠি, এবং এবার সেখানে তিনি কার সাথে দেখা করতে চলেছেন এখন সেটাই দেখার।
রাজ্যপালের দিল্লি সফরকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাতের কথা শোনা যাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। এমন সময় এই চিঠি যে বিশেষ তাৎপর্যবাহী তা আন্দাজ করছে রাজনৈতিক মহল।
ব্যুরো রিপোর্ট