Daily

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার দুপুরে তিনি সস্ত্রীক বাগডোগরা পৌঁছবেন। সেখান থেকে কার্শিয়ং ঘুরে দার্জিলিং পৌঁছবেন তিনি। তারপর এক সপ্তাহ দার্জিলিংয়ের রাজভবনে থাকবেন।
উল্লেখ্য, রাজ্যপালের এই সফরটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, গত সপ্তাহেই রাজ্যপাল শাহী সাক্ষাৎ সেরে এসেছেন অমিত শাহের সঙ্গে। কলকাতা ফিরেছেন শনিবার। তারপরেই সোমবার চলে যাচ্ছেন উত্তরবঙ্গে। আবার এই একইদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সফরের কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার দরুণ সেই সফর বাতিল হয়েছে। ফলে, উত্তরবঙ্গে রাজভবন এবং নবান্ন মুখোমুখি হল না।
রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত নতুন নয়। বিভিন্ন সময়ে রাজ্যপাল ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। ফলে, সরকার এবং রাজ্যপালের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। দিল্লিতে গিয়ে অমিত শাহের বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালানো নিয়ে নালিশ জানিয়েও এসেছেন। সরকারও রাজ্যপালের এই ধরণের পদক্ষেপকে খুব একটা ভালো চোখে দেখেনি। এরই মধ্যে উত্তরবঙ্গ সফর রাজ্য রাজনীতিকে আরও একটু ধুয়ো দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ব্যুরো রিপোর্ট