Prime
Daily
ইয়াস তৎপরতা দেখতে আবহাওয়া দপ্তরে হাজির হলেন রাজ্যপাল
By Business Prime News | May 25, 2021
Daily
ইয়াসের সঙ্গে মোকাবিলা করার প্রসঙ্গে রাজ্য সরকারের সক্রিয়তাকে মান্যতা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ আবহাওয়া দপ্তরের অফিসে এসে ইয়াস নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই তিনি জানালেন। একইভাবে করোনা পরিস্থিতির মধ্যে যেভাবে ঘূর্ণিঝড় চোখ রাঙিয়েছে তাতে রাজ্যপালের গলাতেও ধরা পড়ল উদ্বেগ। তিনি বলেন, ইয়াস মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে তৈরি।
আজ বেশ কিছুক্ষণ আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘূর্ণিঝড় প্রসঙ্গে তিনি কথা বলেন। খোঁজ নেন ইয়াসের বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে। তিনি জানান, সেনাবাহিনী, নৌবাহিনী প্রত্যেকেই প্রস্তুত আছে। প্রস্তুত আছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর। তবে, এখানেও তাঁর গলায় উঠে এল ভোট পরবর্তী হিংসার কথা।
মানস চৌধুরী, কলকাতা