Daily

হাইকোর্ট হিংসা রুখতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশংসা করলেও অখুশি রাজ্যপাল জগদীপ ধনকর। কেন্দ্রীয় দল যেমন ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় হিংসা হওয়ার কারণে তদন্ত করতে ছুটে গেছে এবার সেই পথেই হাঁটলেন রাজ্যপাল স্বয়ং।
এবারের নির্বাচনে শীতলকুচি হিংসার কারণে পুরো রাজ্যবাসীর দৃষ্টি কেড়ে নেয়। আর তারই সরেজমিনে পরিদর্শন করতে কোচবিহারে এসে পৌঁছেছেন রাজ্যপাল ধনকর। বিএসএফ এর কপ্টারে কোচবিহার বিমান বন্দরে পৌছান তিনি। সেখান থেকে কোচবিহারের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যান তিনি।শীতলকুচি, মাথাভাঙার ছাটখাটের বাড়ী এলাকা পরিদর্শন করেন তিনি।
ইতিমধ্যেই রাজ্যপাল প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন, হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন নিজে। শীতলকুচি দিয়ে তাঁর পরিদর্শনের প্রথম ধাপ। রাজ্যের যে সমস্ত এলাকায় ভোট পরবর্তী হিংসা হয়েছে, সেই সকল জায়গা পরিদর্শন করবেন বলেও রাজ্যপাল জানিয়েছেন।
ব্যুরো রিপোর্ট