Daily

বিধানসভার স্পিকারের অনুমতি ছাড়াই সিবিআই গ্রেফতার করেছে শাসক দলের প্রাক্তনী শোভন চট্টোপাধ্যায় সহ তিন মন্ত্রী, বিধায়কদের। যা একেবারে অনৈতিক বলে দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সিবিআইয়ের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ তুলেছে শাসকদল। যদিও সিবিআইয়ের গ্রেফতারি প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন বিশিষ্ট আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তিনি জানিয়েছেন, নারদকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ফৌজদারির অভিযোগ রয়েছে। এমনকি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত হয়েছে।
স্পিকারের অনুমতি প্রসঙ্গে বলেন, লোকসভার স্পিকারের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল। আর বিধানসভার স্পিকারের পরিবর্তে রাজ্যপাল অনুমোদন দিয়ে ভুল কিছু করেননি।
ব্যুরো রিপোর্ট