Prime
Daily
শিলিগুড়ির উন্নয়নে অশোকের সাহায্য চান গৌতম
By Business Prime News | May 7, 2021
Daily
সদ্য চেয়ারম্যানের আসনের দায়িত্ব ভার পেয়েই নিজের কাজে ব্রতী হলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। দিলেন শিলিগুড়িবাসীর পাশে থাকার আশ্বাসও।
তিনি জানান, করোনা মুক্ত শিলিগুড়ি শহর গঠন করা তাঁর প্রথম এবং প্রধান কাজ। কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। প্রয়োজনে এ বিষয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের সাথে আলোচনা করবেন বলেও জানান গৌতম বাবু।
এখন গদিতে বসে গৌতম বাবু কতটা তার প্রতিশ্রুতি পালনে সক্ষম হন সেটাই দেখার।
উৎপল পোদ্দার, শিলিগুড়ি