Daily

ফের বাঘ হানা দিল সুন্দরবনের গোসাবা ব্লকের বালি আমলামেথি এলাকায়। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারো লোকালয়ে ঢুকে গৃহস্থের গোয়াল থেকে মেরে ফেলল তিনটি ছাগল, একটি গরু। সোমবার রাতে বাঘ গ্রামে ঢুকে পড়ায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। যার গোয়াল থেকে খোয়া গেল গরু এবং ছাগল তিনি কি বলছেন শুনুন।
আতঙ্কিত রয়েছেন এলাকার বাসিন্দারা। তবে আজ সকাল থেকেই বাঘটাকে খাঁচা বন্দি করে বনদপ্তর। বাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার বাসিন্দারা।
বাঘটিকে খাঁচাবন্দি করতে পেরে হাঁফ ছেড়ে বাচলেন বনদপ্তর আধিকারিকরাও। দেখুন আজ ভোর সাড়ে চারটের সময় খাঁচাবন্দি হওয়ার পর পূর্ণবয়স্ক সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের তর্জন গর্জন।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঘটিকে এখন কিছুদিন পর্যবেক্ষণে রেখে শুশ্রূষা করে গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হবে। তবে এভাবে বারবার মানুষের ডেরায় বাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় যথেষ্ট চিন্তিত রাজ্য প্রশাসন।
দীপান্বিতা দাস
দক্ষিণ ২৪ পরগনা