Trending
আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। দিনহাটা, খড়দহ, শান্তিপুর ছাড়া গোসাবায় সেয়ানে সেয়ানে টক্কর দেবে তৃণমূল-বিজেপি। ভোটপর্বে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিল গোসাবার ব্লক প্রশাসন। ধামসা, মাদল এবং আদিবাসী নৃত্যের সঙ্গে শুরু হল ভোটদানে উৎসাহী করার এই কর্মকাণ্ড।
সোমবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিডিও ফেরিঘাট থেকে এই কর্মসূচির সূচনা করা হয়। যেমন দেখা গেল সুন্দরভাবে সাজানো হয়েছে নৌকো। তেমনি আদিবাসী নাচ আর ধামসার শব্দে যেন ছড়িয়ে দেওয়া হল আসন্ন নির্বাচনী বার্তা।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ম্যাসকট বাঘুকে দিয়ে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার কাজ শুরু হয়। পাশাপাশি সুন্দরবনের সংস্কৃতি ধামসা, মাদল এবং আদিবাসী নাচের মাধ্যমে তৃণমূল বিজেপিকে হারানোর বার্তাও যেন ছড়িয়ে দিল প্রচ্ছন্নে। সূত্রের খবর, আগামী কয়েকদিন গোসাবার বিভিন্ন এলাকায় এই অভিনব কায়দায় প্রচার অভিযান চালিয়ে যাওয়া হবে।
দীপান্বিতা দাস
দক্ষিণ ২৪ পরগনা