Agriculture news
পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা অনেকেই পাহাড়ের বৃষ্টি দেখতে খুব ভালোবাসেন। কিন্তু দুর্ভোগ পোহাতে হয় পাহাড়ের শ্রমজীবী মানুষদের, পাহাড়ের কৃষকদের। পাহাড়ে বর্ষা আসা মানে কৃষকদের ফের ক্ষতির বহর বাড়তে থাকে। তখন কৃষিকাজ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের। খেয়াল রাখা উচিৎ, পাহাড়ের বহু মানুষ কিন্তু কৃষিকাজ করেই উপার্জন করেন, সংসার সামলান। সুতরাং তাঁদের কথা ভাবতে হবে কাদের? অবশ্যই রাজ্য সরকারকে। অতএব উপায়? আছে। সমস্যা সমাধানের জন্য বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে আলোচনা সারব এই নিয়েই।
উত্তরবঙ্গে চলছে ভরা বর্ষা। একে বৃষ্টি, দুয়ে পাহাড়ের স্যাঁতস্যাঁতে আবহাওয়া ভালোরকম ক্ষতির মুখে ফেলে দিচ্ছে কৃষকদের। সুতরাং ক্ষতির বোঝা যদি বাড়ে তাহলে পাহাড়ের কৃষকরা যাবেন কোথায়? এমনিতেই দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করেছি, চাষাবাদে লাভের মুখ না-দেখতে পেয়ে অনেকেই কৃষিকাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এক্ষেত্রেও সেই আশঙ্কা অমূলক নয়। আর যে কারণে পাহাড়ের কৃষকদের স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবং গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর তাই নেওয়া হল ভালোরকম উদ্যোগ। কালিম্পং-এর একসঙ্গে ৬০-টি পরিবারের পাশে দাঁড়াল তারা। বুধবার কৃষক পরিবারগুলিকে দেওয়া হয়েছে ত্রিপল, জলের পাইপ। কেন? আর কিছুই নয়, পলি হাউজ। মনে করা হচ্ছে, পাহাড়ে আবহাওয়ার যা অবস্থা তাতে পলি হাউজের কোন বিকল্প থাকতে পারে না। একমাত্র পলি হাউজ সেটআপ করতে পারলেই বৃষ্টির কারণে ভয় থাকবে না চাষবাসের।
সম্প্রতি ৩৪ নং সমষ্টির অন্তর্গত ভালুখোপ এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ নং সমষ্টির জিটিএ সভাসদ বিকাশ রাই। উপস্থিত ছিলেন সাব ডিভিশনাল হর্টিকালচার অফিসার সায়ন দেবনাথ। তাঁর নজরদারিতে কৃষকদের হাতে তুলে দেওয়া হল পলিহাউজের বিভিন্ন সরঞ্জাম। জানানো হয়েছে, পলি হাউজের সেট আপ যদি তৈরি করে ফেলতে পারেন পাহাড়ের কৃষকরা তাহলে আর পাহাড়ের আবহাওয়া বদলের জন্য কোনরকম বিপাকে পড়তে হবে না তাঁদের। হর্টিকালচার বিভাগ এর আগেও কৃষকদের স্বার্থে বারবার পাশে দাঁড়িয়েছে। এবারেও যখন বর্ষার কারণে পাহাড়ের কৃষকদের শিয়রে বিপদ এসে দাঁড়াল, তখন তাঁদের বাঁচাতে এগিয়ে এলো রাজ্য সরকার এবং গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তারা পাশে দাঁড়ানোয় দুর্ভোগের হাত থেকে অনেকটাই রেহাই পেলেন তাঁরা। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সঙ্গে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
অরূপ পোদ্দার
কালিম্পং