Trending

বিশ্বের অন্যতম প্রধান প্রযুক্তি সংস্থা গুগল খুব শীঘ্রই ONDC কে উন্নত করে তোলার জন্য অ্যাকসিলারেটর প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে। এই উদ্যোগটি নেওয়ার উদ্দেশ্য হল যাতে ব্যবসায়ীরা আরও দ্রুত এবং আরও সহজভাবে অংশগ্রহন করতে পারে। ONDC র প্রধান উদ্দেশ্য হোলো দেশের e-commerce ব্যবসার বিকাশ করা। এই ONDC কোন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার নয়, এটি হোলো ক্রেতা, প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং খুচরো বিক্রেতাদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর একটি মাধ্যম।
একটি সংবাদ সংস্থা র সূত্র থেকে জানা গেছে যে দেশে মোট বিক্রেতার মাত্র ০.১২ ৫% e-commerce এর সঙ্গে যুক্ত হয়েছে। ছোট শহর এবং গ্রাম এর বিক্রেতারা এখনও e-commerce এ যোগ দেয় নি। আর এই বিষয়টির ওপর গুরুত্ব দিতেই গুগল এর নতুন উদ্যোগ।
এ অ্যাকসিলারেটর প্রোগ্রাম হল প্রধানত একটি পরামর্শ ভিত্তিক প্রোগ্রাম, যা ইকুইটির বিনিময়ে একটি ব্যবসা বা স্টার্টআপ কে নির্দেশ, সাহায্য এবং সামান্য ফাণ্ড দিয়ে সাহায্য করে। সারা পৃথিবীতে এইরকম প্রচুর অ্যাকসিলারেটর প্রোগ্রাম আছে যা অনেক স্টার্টআপ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই বিষয়ে গুগল ক্লাউডের প্রধান টেকনোলজি অফিসার উইল গ্রানিস জানিয়েছেন যে তারা ওপেন সোর্স সমাধান হিসেবে ONDC কোর এবং Infrastructure application interface অফার করবে। এটি নেটওয়ার্কে যারা অংশগ্রহন করবে তারা যাতে তাড়াতাড়ি যোগদান করতে পারে সেই ব্যাপারে সাহায্য করবে। এছাড়াও মাত্র ২৫০০০ টাকার বিনিময়ে একটি অনুদান প্রোগ্রাম হিসেবে ONDC Start-up credit programme শুরু করার কথাও ভাবা হচ্ছে। এই উদ্যোগটি বাস্তবে রূপ পেলে যে নেটওয়ার্কে যোগদানকারী ব্যবসায়ী সংখ্যা বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ