Trending

গুগলের থেকে হেন কোন বিষয় নেই, যা আপনি জানতে পারবেন না। যে কোন বিষয় যে কোন সময় জানাবার জন্য প্রস্তত থাকে গুগল। এবার আরও এক ধাপ এগিয়ে গেল এই সার্চ জায়ান্ট সংস্থা। গুগল ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো এমনই এক প্রযুক্তি যার মাধ্যমে আপনি আগাম পেয়ে যাবেন ভূমিকম্পের বার্তা। অর্থাৎ ভূমিকম্প হবার আগেই গুগল আপনাকে সতর্ক করে দেবে।
বিজনেস ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষের কাছে আগাম কোন বার্তা থাকে না। ফলে ঐসময় সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করে দেন। যে কারণে অনেক সময় ধাক্কা লেগে বা কোন কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু ভূমিকম্পের বার্তা আগে থেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারলে তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই গুগলের তরফ থেকে চালু করা হয়েছে ‘আর্থকোয়েক অ্যালার্ট ফিচার’। যার মাধ্যমে গুগল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে আগাম সতর্কবার্তা।
উল্লেখ্য, বর্তমানে এই ফিচারটি চালু রয়েছে গ্রিস এবং নিউজিল্যান্ডে। তবে সংস্থা আশা করছে খুব তাড়াতাড়ি এই ফিচার বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিতে পারবে গুগল। ভারতও বঞ্চিত থাকবে না। শুধু কোন তারিখে গুগল ভারতীয়দের জন্য এই ফিচার দেবে, সেটা এখনও অজানা।
ব্যুরো রিপোর্ট