Trending

অজানা তথ্য জানার জন্য গুগলের জুড়ি মেলা ভার। যেকোন বিষয় সম্পর্কে জানতে হলে পাঠক স্মরণ করেন গুগলকেই। কিন্তু কিছু ক্ষেত্রে ভুল গুগলও করে থাকে। এবং সেই ভুল বেশি ধরা পড়ে ব্রেকিং নিউজের ক্ষেত্রে। কারণ খবর বদলে যাবার সম্ভাবনা সেক্ষেত্রে থাকে সবসময় বেশি। তাই ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে গুগল। তথ্য বদলে যাবার সম্ভাবনা থাকলে ইউজারদের পাল্টা সতর্ক করে দেবে গুগল নিজেই।
গুগলের ব্লগে পাবলিক লিয়াসন ফর সার্চ ড্যানি সুলিভান জানিয়েছেন, হঠাৎ কোন ঘটনা খবরের শিরোনামে উঠে আসলে বা কোন ব্রেকিং নিউজের ক্ষেত্রে প্রথম যে তথ্যটি উঠে আসে সেই তথ্য সবক্ষেত্রে নির্ভুল নাও হতে পারে। তাই ভুল তথ্য যাতে মানুষের কাছে না পৌঁছায়, সেই কারণে নিজেদের সিস্টেমকে উন্নত করা হয়েছে আরও। অর্থাৎ এখন থেকে এই ধরণের ঘটনার ক্ষেত্রে ইউজার যখন সার্চ করবেন, তখন একটি নোটিশ দেখতে পাওয়া যাবে। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে, এই খবরের তথ্য ভবিষ্যতে বদলে যেতে পারে। তাই ইউজারদের সঠিক তথ্য জানার জন্য পরে আরেকবার গুগল সার্চ করতে বলা হবে।
মূলত, বেশ কয়েকটি ক্ষেত্রে গুগলের বিরুদ্ধে ভুল তথ্য দেবার অভিযোগ ওঠে। ফলে ইউজারদের কাছে ভুয়ো তথ্য ছড়িয়ে যাবার আশঙ্কা থেকেই যায়। সেই কারণেই গুগলের তরফ থেকে নেওয়া হল এই নয়া পদক্ষেপ।
ব্যুরো রিপোর্ট