Trending

নিখরচায় গুগলে ছবি বা ভিডিও রাখার দিন ফুরলো। স্মার্টফোনের স্টোরেজে টান পড়লে গুগল ব্যবহারকারীরা যে নিশ্চিন্তে গুগল ফোটো অ্যাপ ব্যবহার করে সেখানেই ছবি, ভিডিও স্টোর করতে পারতেন, সেই সুবিধে বন্ধ করতে চলেছে এই টেক জায়ান্ট সংস্থা। আগামী ১ জুন থেকে গুগল করতে চলেছে সেখানেই বড় রকমের রদবদল।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল ইউজাররা কেউই আর ১৫ জিবির বেশি স্টোরেজ স্পেস ব্যবহার করতে পারবেন না। আর শুধু ছবি বা ভিডিও নয়, গুগল ডকস থেকে শুরু করে শিট, স্লাইডস, ড্রয়িংস, ফর্মস সবই ঐ ১৫ জিবির মধ্যেই রাখতে হবে। সেক্ষেত্রে স্টোরেজ স্পেস শেষ হয়ে গেলে ইউজারদের কিনতে হবে গুগল ওয়ান মেম্বারশিপ। স্পেস কিনতেও খরচা করতে হবে ইউজারকে। তবে যেহেতু এই নতুন নিয়মটি চালু হতে চলেছে ১ জুন থেকে, তাই ১ জুনের আগে থাকা ছবি বা ভিডিওকে এর মধ্যে ধরা হবে না। এছাড়াও গুগল আনতে চলেছে এমন একটি টুল, যা ইউজাদের ঝাপসা হয়ে যাওয়া বা খারাপ হওয়া কোন ছবিকে সহজেই চিনিয়ে দিতে পারবে। ফলে ডিলিট করতে পারবেন সহজেই।
ব্যবহারকারীদের কাছে গুগল সবসময়ই নিজেকে আপডেট করে। ইউজারদের যাতে কোনভাবে কোন সমস্যার মধ্যে পড়তে না হয় তার খেয়াল রাখে এই সংস্থা। গুগল ওয়ান পরিষেবাও ইউজারদের জন্য আসতে চলেছে নতুন ভাবে। এখন লক্ষ লক্ষ ব্যবহারকারীরা যাতে বিপদে না পড়েন তাই আগাম জানিয়ে রাখল গুগল।
ব্যুরো রিপোর্ট