Trending
বর্তমানে গুগল ওয়ার্ক স্পেসের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে হ্যাংআউটস। এই জনপ্রিয় মাধ্যমটি চলতি বছরের নভেম্বর মাসের পর বন্ধ হয়ে যাবে। সম্প্রতি গুগল জানিয়েছে হোয়াটসএপের জন্য হ্যাংআউটসের ব্যবহার দ্রুতই কমেছে। এই কারণেই গুগল হ্যাংআউটস বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও অবশ্য গুগল ‘ফেসবুক’ জনপ্রিয় হওয়ার জন্য ‘অর্কুট’ বন্ধ করে দিয়েছিল।
হ্যাংআউটস দীর্ঘ ৯ বছর ধরে গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে। গুগল ২০১৩ সালে হ্যাংআউটসের সাথে পরিচয় করায় ব্যবহারকারীদের। এরপর এর জনপ্রিয়তা একটা সময় অবধি থাকলেও, বর্তমানে সময়ের সাথে সাথেই পড়েছে ভাটা। গুগল হ্যাংআউটসের বিকল্প এনেছে গুগল চ্যাট। এটি হচ্ছে হ্যাংআউটসের আপগ্রেটেড ভার্সন।
গুগল এরমধ্যেই গ্রাহকদের যত দ্রুত সম্ভব হ্যাংআউটস ছেড়ে গুগল চ্যাট ব্যবহারের পরামর্শ দিচ্ছে। যদিও গ্রাহকদের ডেটা হারানোর আশঙ্কা নেই। নভেম্বরের পর থেকে নিজে থেকেই গ্রাহকদের হ্যাংআউটসের ডেটা গুলো গুগল চ্যাটে চলে আসবে।