Daily

উন্নয়নশীল প্রযুক্তির যুগে স্মার্ট ওয়াচ থাকে শিরনামে। জনপ্রিয়তার শীর্ষ ছোঁয়ার জন্য প্রতিযোগিতা চলে প্রতিনিয়ত। আর এবার, স্মার্ট ওয়াচ মার্কেটে এবার চলবে সেয়ানে সেয়ানে টক্কর। অ্যাপলের পর এবার বাজারে স্মার্ট ওয়াচ আনছে গুগল।
একাধিক লোভনীয় ফিচার নিয়ে আগামী বছরের শুরুতেই লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেলের স্মার্ট ওয়াচ। যদিও কথা ছিল ২০২১ এর শুরুতে গুগল পিক্সেল ৬ মোবাইল লঞ্চের সাথেই একে আনা হবে বাজারে। কিন্তু সেরকমটা না হলেও, আর দেরি করতে চাইছে না টেক জায়েন্ট সংস্থা গুগল। গুগল পিক্সেলের হার্ডওয়্যার গ্রুপের সাহায্যেই তৈরি করা হচ্ছে এই স্মার্ট ওয়াচ। সূত্রের খবর, ফিচারের পাশাপাশি ঘড়িটির ডিজাইনও হবে চোখ ধাঁধানো।
দেওয়া হবে গুগল স্মার্ট ওয়াচের সফটওয়্যারের এক্কেবারে আপডেটেড ভার্সন। থাকছে হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে স্টেপ কাউন্টিং, হেলথ ও ফিটনেস মনিটরিং ফিচার। আর ব্যাটারি ব্যাকআপটাও থাকছে বেশ জবরদস্ত। কাজেই এই লোভনীয় ফিচারের সাথে অত্যাধুনিক ডিজাইন সমৃদ্ধ গুগল পিক্সেলের স্মার্ট ওয়াচ বাজারে আসা এখন কেবলই সময়ের অপেক্ষা।
ব্যুরো রিপোর্ট