Trending

অতিমারির সময় থেকে যেন একলাফে বেড়েছে ডিজিটাল নির্ভরতা। প্রত্যেকের হাতেই এসে গিয়েছে স্মার্টফোন। আর স্মার্ট ফোনের রমরমা বেড়ে যাওয়ায় ডিজিটাল মঞ্চে হাজির হয়েছে প্রচুর জানা অজানা অ্যাপ। তেমনি তিনটি অ্যাপের কথা আজ আমরা জানাতে চলেছি যেগুলো গুগলের মতে ভারতের সেরা তিনটি অ্যাপের মধ্যে জায়গা করে নিয়েছে।
Evolve
করোনা আবহে মানুষের মানসিক স্বাস্থ্য অনেকটাই ভেঙে পড়েছে। এই সময়ে দাঁড়িয়ে ইভল্ভ অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ ইভল্ভ অ্যাপটি আসলে একটি হেলথ টেক অ্যাপ। যা মানসিক সমস্যাকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে। উন্নতি ঘটায় মেন্টাল হেলথের।
Sortizy
এই অ্যাপটি নিঃসন্দেহে রান্নাপ্রিয় মানুষের জন্য দুর্দান্ত। আর শুধু রান্নাই নয়। রান্নার পাশাপাশি রান্নাঘরের যাবতীয় খুঁটিনাটি বিষয় খুব সহজেই জানা সম্ভব এই অ্যাপ থেকে। আপনার প্রিয় রান্নার রেসিপি থেকে শুরু করে কিচেনের যাবতীয় প্রোডাক্ট এমনকি রান্নাঘর সাজিয়ে রাখার মত বিষয়ও জানা সম্ভব Sortizy অ্যাপ থেকে।
Jumping Minds
করোনার দুর্যোগে মানসিক স্বাস্থ্য ভেঙেছে পরিচিত অপরিচিত বহু মানুষের। তাই মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য ইভল্ভের মতনই আরেকটি অ্যাপ বেশ পপুলার হয়েছে। জাম্পিং মাইন্ডস। একেবারে সায়েন্টিফিক এই অ্যাপটি এতটাই সহজভাবে ইউজারদের জন্য তৈরি করা হয়েছে যাতে যে কেউ এই অ্যাপটির মাধ্যমে তাঁদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে পারেন। বিভিন্ন মজাদার উপায়ে একজন ইউজারকে তার মানসিক স্বাস্থ্য রক্ষায় অনেকটাই সাহায্য করছে এই অ্যাপ।
করোনার জোরালো অভিঘাতে এমনিতেই মানুষের মনে জমেছে হতাশা। ভেঙেছে মানসিক স্বাস্থ্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু স্টার্ট আপ সংস্থা নিরন্তর তৈরি করছে এমন কিছু অ্যাপ, যা মানুষের মেন্টাল হেলথের পাশাপাশি কুড়িয়ে নেবে জনপ্রিয়তা। তেমনি তিনটি অ্যাপ হল Evolve, Sortizy এবং Jumping Minds।
ব্যুরো রিপোর্ট