Trending
ভারতে ক্রমশই বাড়ছে ৫জি ফোনের চাহিদা। আর সাধারণের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা এগিয়ে ৫জি স্মার্টফোন তৈরিতে নিজেদের ব্যস্ত রেখেছে। এবার সেই ময়দানেই মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। সূত্র মারফত খবর, সম্ভবত জুন মাসের ২৪ তারিখে রিলায়েন্স তাদের প্রথম ৫জি স্মার্ট ফোন লঞ্চ করতে পারে। যার দাম রাখা হবে সাধারণের আয়ত্তের মধ্যে।
এক ভার্চুয়াল কনফারেন্সে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, রিলায়েন্স জিওর সঙ্গে গুগল যৌথভাবে কাজ করছে ৫জির জন্য। যে কারণে গুগল বিনিয়োগ করেছে ৩৩,৭৩৭ কোটি টাকা। এমনকি খবর ৫জি জিও ফোনের জন্য একটা আলাদা ওএস তৈরি করা হচ্ছে- যার নাম দেওয়া হয়েছে জিওওএস। যদিও এখনও পর্যন্ত এই ফোন কেমন দেখতে হবে জানা নেই, তবে মনে করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ব্যপক চাহিদা তৈরি করবে জিও’র এই নতুন ৫জি ফোন।
ব্যুরো রিপোর্ট