Daily

ইন্টারনেট নির্ভর জীবন যাপনের গতিশীলতা বাড়ছে। বাড়বে। তাই ইন্টারনেটের উপর নির্ভরশীলতা বেড়েই চলেছে। আর এই পরিস্থিতির উপর নির্ভর করে ব্যবসায়িক ক্ষেত্রেও বেড়েছে ডিজিটাল লেনদেন। দেশের এই ক্রমবর্ধমান ডিজিটাল নির্ভরতাকে কাজে লাগিয়েই ডিজিটাল অর্থনীতিকে মজবুত করতে আগ্রহী হয়েছে টেক জায়ান্ট সংস্থা গুগল।
দেশের এই বদলকে স্বাগত জানিয়েছে গুগল। আর এই বদলের পথে অগ্রগতি আনতে গুগল দারুণভাবে আগ্রহী। বর্তমান সকল মানুষের কাছে ইন্টারনেটের ব্যবহার যেনো মসৃণ হয় সেই কথা মাথায় রেখে প্রথমবারের জন্যে দেশে কিছু পরিষেবা চালু করেছে টেক জায়েন্ট সংস্থা। আর সেই পরিষেবগুলি ব্যবহারকারীদের জন্য যথেষ্ট নিরাপদ বলেই মনে করছে তারা। গত বছরই, ডিজিটাল পরিষেবার গতি বাড়াতে এবং স্থানীয় উদ্যোগকে সাহায্য করতে গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের মাধ্যমে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছিল তারা।
স্থানীয় ব্যবসার যাতে উন্নতি হয় এবং সেখানে ডিজিটাল পরিষেবা যেনো আরও উন্নত হয়, সেইজন্য স্থানীয় ভাষায় ইন্টারনেট ব্যবহারে জোর দিচ্ছে গুগল। ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নতিসাধন ও ব্যবসার শ্রীবৃদ্ধির ক্ষেত্রে বাজারে নতুন পন্য আনার দিকে নজর রাখছে গুগল। এছাড়াও ব্যবসায়ীদের ব্যবসার উন্নতি ও চাকরিপ্রার্থীদের আরও চাকরি পেতে সাহায্য করাই সংস্থার প্রধান লক্ষ্য বলেই জানিয়েছে গুগলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্যুরো রিপোর্ট