Daily

এবার গুগল পে-এর প্রচারে বাজারে নিজেদের অবস্থানের অপব্যবহারের কারণে ফের বড়সড় জরিমানার মুখে পড়ল গুগল। সিসিআই-র তরফে গত মঙ্গলবার মোট ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করা হয় গুগলকে। এর আগে গত সপ্তাহের শুরুর দিকেই, গুগলের একচেটিয়া রাজত্ব ও প্রতিযোগী সংস্থাগুলিকে বাজারে টিকতে না দেওয়ার অভিযোগের ভিত্তিতে সিসিআই-র তরফে মোট ১৩৩৭ কোটি ৭৬ লক্ষ টাকার জরিমানা করা হয় এই সংস্থাকে। সব মিলিয়ে এক সপ্তাহের মধ্যেই মোট ২২৭৪ কোটি টাকার জরিমানা করা হল গুগলকে।
এর আগে গত সপ্তাহে গুগলকে জরিমানা করার সময় অভিযোগ করা হয়েছিল, গুগল ক্রোম ও ইউটিউবসহ নিজেদের বিভিন্ন অ্যাপ্লিকেশনকে অনলাইনে সার্চ ও অ্যান্ড্রয়েড প্লে-স্টোরে বাড়তি সুবিধা দেওয়া। আর এই অভিযোগেই মোট ১৩৩৭ কোটি ৭৬ লক্ষ টাকার জরিমানার মুখে পড়ে গুগল। আর ঠিক এরপরেই গুগলের তরফ থেকে পাল্টা উত্তর আসে যে এর কারণে ভারতীয় ব্যবহারকারীরাই সমস্যার সম্মুখীন হবে।
আর এই জরিমানার ঠিক এক সপ্তাহ কাটতে না কাটতেই প্লে স্টোর পলিসিতে প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপ করার দরুন ফের ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করা হয় এই আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানিকে। জরিমানা ধার্য করার মূল কারণ হিসাবে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়, অ্যাপ ডেভেলপাররা কোনও অ্যাপ গুগল প্লে স্টোরের মাধ্যমে বিক্রি করলে প্লে স্টোর পলিসি অনুযায়ী তার প্রাপ্য টাকা শুধুমাত্র গুগল প্লে-র বিলিং সিস্টেমের মাধ্যমেই গ্রহণ করতে হয়। আর সিসিআই মনে করছে এটি একটি অনায্য বাণিজ্যিক অনুশীলন। এবং পরবর্তীতে গুগলকে এই ধরণের কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে সিসিআই এর পক্ষ থেকে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ