Daily

ভারতের বাজারে বহু আগেই নিষিদ্ধ হয়েছে চীনা অ্যাপ। কিন্তু সেই ঘাটতি মেটেনি এখনো। চীনা অ্যাপের ঘাটতি মেটাতে একাধিক অ্যাপ ডেভেলপার নতুন নতুন অ্যাপ বানাতে উদ্যোগী গুগল। তৈরি তাদের সমস্ত রকম সহযোগিতা করতেও।
‘আত্মনির্ভর ভারত’-প্রকল্পের আওতায় দেশের অ্যাপ ডেভেলপারদের নতুন করে অ্যাপ তৈরিতে উৎসাহ জোগাচ্ছে সরকার। সাড়া দিয়েছেন তারা। চিনা অ্যাপের বিকল্প তৈরিতে বাজারে কোমর বেঁধে নেমে পড়েছেন একাধিক দেশীয় ডেভেলপার। গুগল কর্তৃপক্ষ তরফে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে প্লে-স্টোর থেকে পাওয়া আয়ের ক্ষেত্রে গুগলকে সার্ভিস ফি হিসেবে আগে দেওয়া হতো ৩০ শতাংশ। অ্যাপ ডেভেলপার সংস্থাটি যত বড় সংস্থাই হোক না কেন, এখন সেই জায়গায় ১৫ শতাংশ হারে সার্ভিস ফি দিলেই চলবে। এর ফলে স্বাভাবিকভাবেই আর্থিক ভাবে উপকৃত হবে ডেভেলপাররা।
সার্ভিস ফি অর্ধেক হয়ে যাওয়ায় ডেভেলপারদের হাতে আগের থেকে বেশি অর্থ থাকবে। ফলে অ্যাপ নির্মাণের সময় আরও বেশি করে দক্ষ কর্মী নিয়োগ করার সুযোগও থাকবে তাঁদের কাছে, বাড়বে মনোযোগও। এমনটাই দাবি করছেন গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সমীর সম্রাট। একইসাথে গ্রাহকরা আগের থেকে উন্নতমানের পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট