Daily

ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতির মধ্যেও রেকর্ড আয় গুগলের! অবাক হলেও এটাই সত্যি। গত এপ্রিল থেকে জুনের মধ্যে অর্থাৎ মাত্র দুমাসে ইন্টারনেট জায়ান্ট সংস্থা গুগল আয় করেছে প্রায় ১৯০ হাজার কোটি ডলার। বিশ্ব অর্থনীতির মন্দা বাজারে কিভাবে অসম্ভবকে সম্ভব করলো গুগল?
বিশেষজ্ঞরা মনে করছেন, গত দের বছরেরও বেশি সময় ধরে মানুষ কাটাচ্ছে বন্দি জীবন। স্কুল, কলেজ, অফিস সবটাই চলছে অনলাইনে। বেড়েছে অনলাইনে কেনাকাটা। বলতে গেলে ২৪ ঘন্টাই মানুষ এখন ইন্টারনেটমুখী। ফলে ফুলেফেঁপে উঠেছে গুগলের বাজার। গুগলের সার্চ ইঞ্জিন এবং ইউটিউব যে এক্ষেত্রে একটা বেশ বড়োসড়ো ভূমিকা রেখেছে, তা আর বলার অবকাশ রাখে না। সার্চ ইঞ্জিন থেজে গুগল আয় করেছে ৩ হাজার ৫৮০ কোটি ডলার। যা কিনা গত বছরের তুলনায় ৪০০ কোটি ডলারেরও বেশি। এদিকে ইউটিউব থেকে আয়ের পরিমানটাও নেহাত মন্দ নয়- প্রায় ৭০০ কোটি ডলার। এক্ষেত্রেও যা টেক্কা দিলো গতবছরের আয়ের পরিমাণকে।
অন্যদিকে পিছিয়ে নেই, অ্যাপেল, মাইক্রোসফটের মতো নেট জায়ান্ট গুলিও। জানা গিয়েছে, এই মুহূর্তে অ্যাপেল, গুগল ও মাইক্রোসফটের মত মুনাফা পেরিয়েছে ৫০ হাজার কোটি ডলারের গন্ডি। ফলে এই তিন প্রযুক্তি জায়ান্টের মোট বাজারমূল্য গিয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে।
ব্যুরো রিপোর্ট