Trending
মায়ের খেয়াল রাখছে গুগল। আজ মাতৃদিবস উপলক্ষ্যে মায়েদের জন্য নতুন চমক নিয়ে এলো গুগল অ্যাসিসটেন্ট। আর শুধু মায়েরাই নয়, গোটা পরিবারের জন্য এটা গুগলের তরফ থেকে এক দুর্দান্ত উপহার। কেন? কারণ গুগল শোনাবে হ্যারি পটারের গল্প। একই সঙ্গে তিনটে নতুন গান।
এখানেই শেষ নয়। আছে নতুন গেম, উন্নতমানের ব্রডকাস্টিং মেসেজিং টুল এবং ফ্যামিলি বেল ফিচারের সুযোগ। জানানো হয়েছে, রবিবারই নতুন ফিচারগুলি চালু হচ্ছে ইউজারদের জন্য।
এছাড়াও উন্নত ব্রডকাস্টিং ফিচারের মাধ্যমে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসে একসঙ্গে পাঠানো যাবে মেসেজ। তৈরি করা যাবে গুগল ফ্যামিলি গ্রুপ। ফ্যামিলি বেল ফিচারটিকেও টেকনোলজিক্যালি উন্নত করা হয়েছে। পরিবারের একাধিক সদস্য নিজেদের সুবিধে মত সেট করে নিতে পারবেন অ্যালার্ম। প্রাথমিকভাবে এটা শুধু ইংলিশ ভাষাতে পাওয়া গেল ভবিষ্যতে হিন্দিতে মিলবে নির্দেশ। যা একসঙ্গে পরিবারের অনেকের কাছে পৌঁছে দেবে নোটিফিকেশন। তাহলে বলুন, মাতৃদিবসে গুগলের থেকে পাওয়া ভাল উপহার আর কি হতে পারে?
ব্যুরো রিপোর্ট