Market
এবার থেকে ভয়েস ও ভিডিও কল করার এক নয়া সুযোগ দিচ্ছে গুগল। জি- মেইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে এই সুবিধা। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে নির্ঝঞ্ঝাটে অন্যের সঙ্গে চ্যাট করা খুবই সহজ হবে। আইওএস কিংবা অ্যান্ড্রয়েড থাকলে এই কল করতে পারবেন ইউজাররা। এটা জেনে নিশ্চয় আপনার খুব ভালো লাগছে।
এবার দেখাব কিভাবে ইউজাররা পাবেন এই সুবিধা:
প্রথমে গুগল মিটে ইনভিটেশন পাঠাতে হবে ভিডিও কনফারেন্সিং করার জন্য। কিন্তু এটি সীমিত ক্ষেত্রে করা সম্ভব। ইউজাররা তাদের ফোনে একটি ভিডিও আইকন দেখতে পাবেন, সেটিকে ট্যাপ করতে হবে। এরপর ইনডিভিজুয়াল বা ওয়ান টু ওয়ান চ্যাট করতে চাইলে সেই আইকনটি গুগল চ্যাট সেকশনে দেখতে পাবেন। যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে, তাহলে খুব সহজেই কর্মক্ষেত্র বা জি স্যুট কিংবা ব্যক্তিগত ক্ষেত্রে এই কল করার সুবিধা পেয়ে যাবেন আপনি ।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ