Trending
বর্তমান পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। অবশ্য জনপ্রিয়তার থেকেও প্রয়োজনীয়তা এখন অনেকটাই বেশি। কারণ ঘরবন্দি অফিস কর্মী বা ছাত্র-ছাত্রীদের জন্য ভিডিও কনফারেন্সিং অ্যাপই সর্বক্ষণের সঙ্গী। আর এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল গুগল মিট। নতুন ফিচার, সহজে ব্যবহারযোগ্য গুগল মিটের চাহিদা সবসময়ই থাকে ওপরের দিকে। আর তাই ইউজাররা যাতে কোনরকম অসুবিধার মধ্যে না পড়েন, তার জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে এই টেক জায়ান্ট সংস্থা।
সম্প্রতি গুগল তার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে যোগ করেছে একটি নতুন ফিচার ‘লিমিট ডেটা ইউসেজ’। যা বর্তমানে গুগল মিটের নয়া আপডেটেড অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা সহজেই ব্যবহার করতে পারবেন। ওয়াই-ফাই এর সঙ্গে আপনার ডিভাইস কানেক্টেড না থাকলে বা পরিষেবা ব্যহত হলে সেক্ষেত্রে লিমিটেড ডেটা ইউসেজ অপশনটি অ্যাক্টিভ করে দেওয়া যেতে পারে। যা ডেটা বাঁচানোর পাশাপাশি ডিভাইসের ব্যাটারি লাইফ সহ পারফরমেন্সেরও উন্নতি করবে।
গুগল মিট অ্যাপের বাঁ দিকে থাকা মেনুর সেটিংস অপশনে গিয়ে জেনারেল সেকশনে যেতে হবে। সেখানেই পাওয়া যাবে লিমিটেড ডেটা ইউসেজ অপশন। এবার সেটিকে এনাবল করে দিতে হবে। মাথায় রাখবেন গুগল মিট ইউজাররা ডেটা ইউসেজ অপশনটি অফ করলেই আবারও ব্যবহার করা যাবে হাই রেজলিউশন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। মনে করা হচ্ছে, আগামী কিছু সপ্তাহের মধ্যে পুরোপুরিভাবে চলে আসবে এই নয়া ফিচার।
ব্যুরো রিপোর্ট