Daily

আসছে সুদিন! কমতে পারে ভোজ্য তেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে দাম বেড়েছে ঘটি, বাটি থেকে রান্নার গ্যাসের। নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। তবে খুব শীঘ্রই মধ্যবিত্তের দুশ্চিন্তা দূর করে জাতীয় মিশন শুরু করার ছাড়পত্র দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার জেরে হয়তো আকাশছোঁয়া ভোজ্যতেলের দাম এবার কিছুটা হলেও কমতে পারে।
ভোজ্য তেলের আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং একইসাথে এর উত্পাদন বাড়াতে ১১,০৪০ কোটি টাকার একটি জাতীয় মিশন চালু করছে সরকার। কেন্দ্র-রাজ্যের যৌথ সমন্বয়ে এই প্রকল্প হবে। ৮০:২০ অনুপাতে ব্যয় হবে কেন্দ্র ও রাজ্যের ভাঁড়ার থেকে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভোজ্য তেলের জন্য বৈদেশিক নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশে তেল উত্পাদনের ব্যবস্থা তৈরি হবে। এমনকি, আমদানিকৃত খরচও আর থাকবে না। যার জেরে কমবে তেলের দাম।
জাতীয় মিশনের আওতায় ২০২৫-২৬ সালের মধ্যে দেশে পাম তেলের উত্পাদন তিনগুন বেড়ে ১১ লক্ষ মেট্রিক টন হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারতের ব্যবহৃত প্রায় ৯৩ লক্ষ মেট্রিক টন পাম তেলের মধ্যে ৯৯% ই আসে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। আর এই প্রকল্পের বাস্তবায়ন হলে বাইরের থেকে চাহিদা কমবে অনেকটাই। যার ফলে কমবে ভোজ্য তেলের দাম।
ব্যুরো রিপোর্ট