Daily

মাটির নিচে খাজনার বাক্স। গল্প কিংবা সিনেমা মনে হচ্ছে কি? বাস্তবেই রয়েছে এমন জায়গা। ব্যাঙ্কের নিচে মজুত বিপুল সোনার ভান্ডার। নাম নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ। নিউ ইয়র্কের মূল শহুরে এলাকা ম্যানহাটনের অর্থনৈতিক জেলার মাঝামাঝি রয়েছে এই ব্যাংক। যার মাটির নিচে রয়েছে সোনার গুদাম।
সোনার পরিমান এত যে অনেকে বলেন মানবসভ্যতার ইতিহাসে এত সোনা না কি এর আগে কোথাও একসঙ্গে এক জায়গায় সংরক্ষণ করা হয়নি কখনও। ভূপৃষ্ঠের নীচে মাটি, পাথর, বালির বিভিন্ন স্তর পেরিয়ে রয়েছে সেই স্বর্ণ স্তর। নাম ‘বেডরক’স্তর। মাটির প্রায় ৮০ ফুট নীচে ব্যাঙ্কের সোনা ভরা ‘সিন্দুক’। ১২২ টি বিশালাকার ঘরে স্তরে স্তরে সাজানো সোনার বাট। ১০০% শুদ্ধ এই এক একটি সোনার বাটের ওজন ২৭ পাউন্ড। সহজে বলি, ১২ কেজি ২৪৭ গ্রাম। দাম ! অন্তত ১.৬ লক্ষ মার্কিন ডলার। প্রতিটি বাটের দেখভালের জন্য রয়েছে বিশেষ প্রক্রিয়া।
পৃথিবীতে এ পর্যন্ত যত সোনা খনি থেকে তোলা হয়েছে, তার ৫ শতাংশ এখন মজুত এই ব্যাঙ্কে। পরিমাণ কম করে আট হাজার টন!
১০০টি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা মজুত আছে এই ব্যাঙ্কে। এক একটি ঘর বরাদ্দ এক একটি দেশের জন্য। তবে গ্রাহকদের নাম গোপন রাখে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ। এই ব্যাঙ্কে সোনা রাখার জন্য কোনও ভাড়া দিতে না হলেও, এক ঘর থেকে অন্য ঘরে সোনা নিয়ে গেলে খরচ লাগে। আর এই ব্যাঙ্কের নিরাপত্তা যে বেশ কড়া হবে সেটা বলাই যায়। রক্ষীদের নিজেরাই প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ। হ্যান্ডগান, শটগান এবং রাইফেল চালনায় দক্ষতার সার্টিফিকেটও লাগে। জীবনে অন্তত একবার স্বর্ণ দর্শন করতে আসতেই পারেন এই ব্যাংকে।
ব্যুরো রিপোর্ট