Market
বি পি এন ডেস্ক : এক ধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা। গত বছর অগাস্ট মাসে লকডাউনে সোনার দাম ছিল অগ্নিমূল্য। সেই দামে অনেকটাই স্বস্তি মিলল এবার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একটা সময় সোনা যখন ক্রমশ মহার্ঘ্য হয়ে উঠছিল তখন আকস্মিক এমন পতনের কারণ ? সেবিষয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু দিককে চিহ্নিত করেছেন। অর্থনীতি ফের স্বাভাবিক হতে শুরু করায় লগ্নিকারিদের আস্থা শুধু সোনাতেই আর সীমাবদ্ধ নেই। ক্রমশ ছন্দ ফিরেছে বন্ড, শেয়ার, বিদেশি মুদ্রাতে। যার ফলে সোনার দাম হয়েছে নিম্নমুখী। মূল্যপতনের আরও একটি কারণ হিসেবে বলা হচ্ছে, কোভিড পরিস্থিতির জেরে মানুষের হাতে যেটুকু বাড়তি পুঁজি আছে, খুব প্রয়োজন ছাড়া সেই পুঁজি খরচ করার সাহস দেখাচ্ছেন না অনেক ক্রেতাই। যার ফলে সোনার দোকানে কমেছে ভিড়। এছাড়াও অনেক ক্রেতাই আশা করছেন, সোনার দাম হয়ত আরও কিছুটা পড়তে পারে। ফলে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন অনেকেই। যদিও স্বর্ণশিল্প মহল দাবি করছে, সোনার দাম এর চেয়ে বেশি পড়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই সোনা ব্যবসায়ীদের আশা, দাম কমার কারণে এবং আর্থিক মন্দার প্রকোপ স্বাভাবিক হবার কারণে ফিরে আসবে সেই চেনা ছবি। দোকানে বাড়বে ভিড়। হাসি ফুটবে ব্যবসায়ী থেকে ক্রেতা সকলের মুখেই।