Market

গত দুদিনে প্রায় ৮০০ টাকা দাম কমেছিল সোনার। তবে সোনার দামের এই পতন স্থায়ী হল না বেশি দিনের জন্য। বুধবার বাজার খোলার সময় ফের ঊর্ধ্বমুখী হল সোনার দাম। এইদিন ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ২৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ৩২০ টাকা। শুধু সোনাই নয়, এদিন দাম বেড়েছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় হলমার্ক সোনার দাম ছিল- ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা ৪,৭২৫ টাকা, ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোন ৩৭,৮০০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা ৪৭,২৫০ টাকা, ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা ৪,৭২,৫০০ টাকা। এবং পাকা সোনার ক্ষেত্রে এই দাম ছিল- ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা ৫,১৫৫ টাকা, ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা ৪১,২৪০ টাকা, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা ৫১,৫৫০ টাকা ও ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা ৫,১৫,৫০০ টাকা। এদিন ১ কেজি রুপোর বাটের দাম ছিল ৫৫,১০০ টাকা।
দাম বেড়েছে সোনা ও রুপো উভয় ধাতুরই। গতকালের তুলনায় বিশ্ব বাজারে দাম বেড়েছে সোনার। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৩৮.১৪ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৭৪৫.৭৪ মার্কিন ডলার।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ