Market

সামনেই ধনতেরস। এই সময় ক্রেতাদের মধ্যে হিড়িক বাড়ে সোনা কেনার। এখন সোনার দাম নেমেছে যথেষ্ট। ফলে সোনায় বিনিয়োগ করার এটাই শ্রেষ্ঠ সময় বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। গত বছরে অগাস্ট মাসে ১০ ক্যারেট সোনার দাম পৌঁছে গিয়েছিল ৫৭ হাজার টাকার উপরে। বর্তমানে এই সোনার দাম এক ধাক্কায় নেমে এসেছে ৪৯,৪৫০ টাকায়। ৯ হাজার টাকা দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বাভাবিকভাবেই সোনা কেনার জন্য আবার আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, দুর্গা পুজোর মধ্যে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম অল্প হলেও ঊর্ধ্বমুখী ছিল। এরপর দশমী থেকে ফের নামতে থাকে সোনার দাম। তবে রুপোর দামও বর্তমানে কিছুটা উপরে। গত তিনদিন রুপোর দামে কোনরকম হেরফের না হওয়ার পর রুপোয় লেগেছে মূল্যবৃদ্ধির ছোঁয়া।
তবে উৎসবের মরশুমের পরপরই শুরু হচ্ছে বিয়ের মরশুম। এই সময় সোনার দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় সোনার ব্যবসা বেশ ভালো হবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও এই সোনার দাম কতদিন অপরিবর্তিত থাকবে সেই বিষয়ে এখনই স্পষ্ট কোন ইঙ্গিত দিতে পারছেন না বাজার বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট