Market

পুজোর শুরু মহাষষ্ঠী থেকে হলেও পুজোর আমেজ কিন্তু শুরু হয়ে যায় মহালয়ার ভোর থেকেই। আর রাত পোহালেই মহালয়া। শেষ মুহূর্তে প্রস্তুতির সাথে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। আর পুজোর কেনাকাটা মানেই, জামা কাপড়ের সাথে সাথে কিন্তু চাহিদা বাড়ে সোনার গয়নারও। এবং এই আবহে দাঁড়িয়ে বেশ ভালোই সস্তা হল সোনার দাম।
গত দুদিন দাম বেড়েছিল সোনার। কিন্তু শনিবার বেশ ভালোরকম স্বস্তি পেলো গ্রাহকরা। শনিবার, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমল ৫০০ টাকা। আর ৫৩০ টাকা দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার । কেবল সোনাই নয় দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।
বিশ্ববাজারে সোনার দামের এই পতনের প্রভাব পড়েছে সোনার শেয়ার বাজারেও। টাইটান কোম্পানির শেয়ার সারা সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকলেও, শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। কোম্পানির শেয়ারের দাম কমে দাঁড়িয়েছে ২,৬৭২.৪৫ টাকায়। অপরদিকে পিসি চন্দ্র জুয়েলার্সের শেয়ারের দাম বেড়ে ৮৯.৯০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ