Market
গত বছরের থেকে বিক্রি বেড়েছে সোনার। তবু হাসি উধাও ব্যবসায়ীদের। জমেছে দুশ্চিন্তা। সৌজন্যে কোভিড ২.০।
গেল বছর অতিমারি পরিস্থিতিতে মানুষের পকেট হাঁড়ির হাল হয়। এদিকে লক ডাউনের কারণে একেবারে বন্ধ হয় শুভ অনুষ্ঠান। ফলে সোনা বিক্রিতে নামে ভাটা। ব্যবসায়ীদের কাছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের হয়ে ওঠে। মরার ওপর খাঁড়ার ঘা এসে পড়ে যখন শেয়ার বাজারে দেখা যায় ঘোর অনিশ্চয়তা। তখন লগ্নিকারীরা লগ্নির জন্য বিশ্বাস রাখেন হলুদ ধাতুর ওপরেই। এই ভাঁড়ে মা ভবানীর মধ্যেও হু হু করে বাড়তে থাকে সোনার দাম।
অর্থনীতি আবারও স্বাভাবিক হতে শুরু করলে সোনার দামের পতন ঘটতে থাকে, যার সরাসরি প্রভাব পড়ে ক্রেতাদের মধ্যেও। সোনা কেনার হুজুগ বাড়লে ব্যবসায়ীরাও ফিরতে থাকেন ছন্দে। যদিও তাঁদের লক্ষ্য ছিল এই বছরে বিয়ের মরশুম সহ অক্ষয় তৃতীয়া। কিন্তু আশঙ্কা থেকে গেলই। ভাইরাস যে আবারও মাথা চাড়া দিয়ে উঠবে কে জানত? ফলে অনিশ্চয়তা আবারও তৈরি হয়েছে। তাই বিক্রি আগের বছরের থেকে বাড়লেও তা কতটা স্বস্তি আনবে, সেটাই এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।
ব্যুরো রিপোর্ট