Daily
কেন্দ্রীয় সরকারের শত অনুরোধ সত্বেও ধর্মঘটে রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীরা। বউবাজার থেকে বারাসাত। বারাসাত থেকে বহরমপুর। বহরমপুর থেকে বর্ধমান সর্বত্রই ছবিটা মোটামুটি একই।
স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে স্তব্ধ হয়ে গেলো রাজ্যের স্বর্ণ ব্যবসা।
হলমার্কসহ নতুন এইচইউআইডি নম্বর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে তীব্র অসন্তোষ। এর ফলে অধিকাংশ ছোটখাটো স্বর্ণ ব্যবসা গুটিয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। বহু মানুষ আবারো কাজ হারাবেন।
স্বর্ণব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠনের ডাকে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটে নামেন স্বর্ণ ব্যবসায়ীরা। বউবাজারের পর রাজ্যের অন্যতম বড় সোনার ব্যবসা কেন্দ্র মুর্শিদাবাদের বহরমপুরের সোনাপট্টি। এই সোনাপট্টিতে আমাদের ক্যামেরায় ধরা পরল শুনশান ছবিটা। বহরমপুরের সোনাপট্টিতে কমবেশি পাঁচ হাজারেরও বেশি ছোট-বড় মিলিয়ে সোনার দোকান কিংবা কারখানা রয়েছে। কোন দোকানের শাটার খোলা নেই। নেই কর্মচারীদের আনাগোনাও। সবাই দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন নতুন কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে।
তবে নতুন আইন যে কিছুতেই এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে না সে বিষয়ে ব্যবসায়ীরা মোটামুটি সহমত পোষণ করছেন। খাগড়া বাজারে সোনপট্টিতে এই ব্যবসায়ী তো বলেই ফেললেন সেই কথা।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বর্ণ ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠনের কাছে ইতিমধ্যেই ধর্মঘট তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। অর্থ মন্ত্রকের পক্ষ থেকেও বিষয়টির দিকে বিশেষ নজর রাখা হয়েছে।
হলমার্কের পাশাপাশি নতুন এইচইউআইডি নম্বরে স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্ক কাটিয়ে কিভাবে ব্যবসার পালে গতি সঞ্চার করতে পারবেন মোদি সরকার সেটাই এখন লক্ষণীয়।
কুশল শরীফ, বহরমপুর