Market
বি পি এন ডেস্ক: ব্যবসা ঘুরে দাঁড়াতেই সোনায় সোহাগা। ক্রেতাদের মধ্যে বেড়েছে চাহিদা। জোগানে অভাব না রাখার জন্য আমদানিও হয়েছে তেমন। ফলে মার্চ মাসে রেকর্ড পরিমাণ আমদানি স্বর্ণ ব্যবসায়ীদের মুখে আশার আলো ফুটিয়েছে। গত মাসে সোনার আমদানি বেড়েছে ৪৭১%। মার্চে সোনা আমদানি করা হয়েছে ১৬০ টন। যা এককথায় নজির বিহীন। টাকার অঙ্কের নিরিখে ৮৪০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬১,৩২০ কোটি টাকা। এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমদানি হয়েছে ৩২১ টন সোনা। ২০২০ সালে মার্চে যত সোনা আমদানি করা হয়েছিল তার আনুমানিক মূল্য ছিল ১২৩ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় ৮৯৭৯ কোটি টাকা। এবং গত বছর সোনা আমদানির পরিমাণ ছিল ১২৪ টন।
কিন্তু কেন সোনা আমদানিতে রেকর্ড? জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে লগ্নি করতে গিয়ে বহু মানুষ ভরসা রেখেছিলেন সোনাতেই। যার ফলে সোনার দাম ভারতে পৌঁছয় ৬০,০০০ টাকার কাছাকাছি। আকাশছোঁয়া দামের কারণে ক্রেতাদের মধ্যে সোনা কেনার হিড়িক নামে তলানিতে। যে কারণে সমস্যার মুখে পড়তে হয় সোনা ব্যবসায়ীদের। শেষ পর্যন্ত বাজেটে সোনায় আমদানি শুল্ক অনেকটাই কমিয়ে আনা হয়। এদিকে ব্যবসার চাকা ক্রমশ ঘুরতে শুরু করায় দামের পতন হয় বেশ কিছুটা। শুক্রবার গয়নার ক্ষেত্রে ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৪৩,৬৫০ টাকায়।
তবে আতঙ্ক পিছু হটছে না। সংক্রমণের বহর বেড়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। ইতিমধ্যে আবার যদি লক ডাউনের মত পরিস্থিতি তৈরি হয় বা কড়া বিধিনিষেধ জারি হয় তাহলে কমতে পারে চাহিদা। আর চাহিদা কমলে ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।