Daily

দেওয়াল ভাঙতেই সোনা! বেরিয়ে এলো স্বর্ণমুদ্রা ভরতি বাক্স। কি ভাবছেন? ইতিহাসের পাতা উল্টে এসব আওরানো হচ্ছে? একেবারেই না! অবাক করা এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সে। সম্প্রতি সেদেশের একটি পুরনো বাড়ি মেন্টেনেন্সের জন্য উদ্যোগী হন বাড়ির মালিক। আর কাজে হাত দিতে না দিতেই ভাঙা দেওয়ালের ভিতর থেকে উঁকি দিল বহু পুরনো স্বর্ণমুদ্রা ভর্তি বাক্স।
মাটি খোদাই করে স্বর্ণমুদ্রার সন্ধান আমরা প্রায় কম বেশি প্রত্যেকেই করেছি। কিন্তু হায়! সে আশায় ছাই পরতেও দেরি হয়নি কি বলুন? কিন্তু সম্প্রতি ফ্রান্সে ঘটে যাওয়া এই ঘটনার কথা সবার সামনে আসতেই তাজ্জব হয়ে গিয়েছে গোটা বিশ্ব। জানা গিয়েছে, বাড়ির মালিক এই বিপুল তথা প্রাগৈতিহাসিক সম্পত্তি বিক্রি করতে চান। তাই খুব শিঘ্রই নিলামে উঠতে পারে এই বিপুল পরিমাণ সোনা। জানা গিয়েছে, সেই বাক্সে নাকি ফরাসি বিপ্লবের আগের এমনকি ত্রয়োদশ ও চতুর্দশ লুইয়ের সময়কার মুদ্রাও রয়েছে।
শুধু কি তাই? মুদ্রা ভর্তি বাক্স ছাড়াও মিলেছে বেশ কয়েকটি মুদ্রা ভর্তি থলি। তবে এগুলি আর নিলামে তুলছেন না বাড়ির মালিক। মেন্টেনেন্সের কাজের সঙ্গে যুক্ত শ্রমিক এবং বর্তমান বাড়ির মালিকদের কাছেই তা বণ্টন করা হবে বলেই জানা গিয়েছে। উদ্ধার হওয়া প্রতিটি কয়েনের মূল্য প্রায় ১৫ হাজার ইউরো। আর নিলামে তোলা এসব প্রাচীন মুদ্রার আনুমানিক মূল্য ধরা হয়েছে আড়াই থেকে তিন লক্ষ ইউরো।
ব্যুরো রিপোর্ট