Prime
Daily
খড়গপুর আইআইটির বোর্ড অফ গভর্নর্সের চেয়ারে সঞ্জীব গোয়েঙ্কা
By Business Prime News | June 18, 2021
Daily
আইআইটি খড়গপুরের বোর্ড অব গভর্নর্সের চেয়ারে বসলেন সঞ্জীব গোয়েঙ্কা। আগামী একবছর তিনি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। সঞ্জীব গোয়েঙ্কার চেয়ারপার্সন পদে যোগ দেবার বিষয়ে সীলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর কার্যকাল শুরু হবে ২৭ জুন থেকে এবং এই পদে থেকে তিনি কার্যক্রম চালিয়ে যাবেন ২৬ জুন ২০২২ পর্যন্ত।
আরপি-গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, আইআইটি খড়গপুরের মত স্বনামধন্য প্রতিষ্ঠানকে সেবা করতে পারা গর্ব এবং সম্মানের। প্রতিষ্ঠানের ডিরেক্টর ভিকে তিওয়ারি জানিয়েছেন, এই প্রতিষ্ঠান আগামী এক বছরের জন্য ডক্টর গোয়েঙ্কাকে পেয়ে আনন্দিত। তাঁর উপস্থিতি প্রতিষ্ঠানের উন্নতিতে সাহায্য করবে।
ব্যুরো রিপোর্ট