Daily

কলকাতায় আরও ১৫ টি নতুন আউটলেট খুলছে গডরেজ। নিজেদের ব্যবসার বৃদ্ধির লক্ষ্যে কলকাতায় আরও নতুন আউটলেট খুলতে চলেছে এই কোম্পানি। ইতিমধ্যেই কসবা এবং হাওড়ার শিবপুরে দুটি আউটলেট খুলেছে সংস্থাটি।
নতুন আউটলেট খোলার জন্য একেবারে জনবহুল প্রাইম এরিয়াকে বেছে নিয়েছে গডরেজ ইণ্টেরিওর। হাওড়া, বোসপুকুর, কসবা এলাকার সবচেয়ে বড়ো মল অভনি মলে বিলাসবহুল আউটলেট খুলেছে তারা। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই আউটলেটের উদ্বোধন করেন। মূলত ক্র্যাফটেড জিনিসপত্র পাওয়া যাবে এই অউটলেটগুলোতে। যার মধ্যে রয়েছে হোম ফার্নিচার, কিচেন ফার্নিচার, হোম স্টোরেজ ইত্যাদি। এছাড়াও প্রতিটি স্টোরে কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার।
বাংলায় ব্যবসা প্রসারিত করাই কোম্পানির মূল লক্ষ্য। আর বাংলায় ব্যবসার বাজার বলতে কলকাতা আর হাওড়া। কারণ গডরেজ ইণ্টেরিওরের ব্যবসার ২২% রেভিনিউ আসে এই বাংলার বাজার থেকেই। তাই ব্যবসায়িক পরিধি আরও বিস্তারের জন্য এই দুই জায়গায় বেশি আউটলেট খোলার লক্ষ্য রেখেছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট