Daily
করোনা মানুষকে শিখিয়েছে অনেক কিছু। যেমন কিছু দিয়েছে। তেমনি কেড়ে নিয়েছে মানুষের থেকে অনেক কিছু।
সংক্রমনের ভয়ে মানুষকে এড়িয়ে চলার রীতি ভাঙলেন গোবরডাঙ্গার একদল তরতাজা মানুষজন। রাতদিন এক করে দাঁড়িয়েছেন করোনা আক্রান্ত পরিবারগুলোর পাশে। হাতে নিয়ে ওষুধ থেকে পথ্য। কাজে জুড়ে নিয়েছেন লকডাউনে বন্ধ হওয়া আস্ত একটি হোটেলকেও।
গোবরডাঙার বাপ্পা সরকার সস্ত্রীক করোনায় আক্রান্ত। বাড়িতে দুই সন্তান। রান্না করে মুখে খাবার তুলে দেবার মত পরিস্থিতি নেই। অত্যন্ত অসহায় বোধ করছিলেন। ঠিক এমন একটি সময়ে বাপ্পা সরকারের নজরে আসে একটি ফেসবুক পোস্ট। যেখানে দেখা যায় করোনায় আক্রান্ত পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে গোবরডাঙারই এক স্বেচ্ছাসেবী সংস্থা- গোবরডাঙা যুব ব্যয়াম সমিতি। ফেসবুকে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতেই বাপ্পা সরকারের মাথা থেকে সরে গেল উদ্বেগের ছায়া।
খবর নিয়ে দেখা গেল, এমন একটা দুটো পরিবার নয়। বর্তমানে প্রায় ৬০-৭০টি বাড়িতে করোনাক্রান্ত পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছেন সমিতির সদস্যরা। মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ যিনি নিয়েছেন তিনি গোবরডাঙা যুব ব্যয়াম সমিতির সভাপতি দুলাল চৌধুরী।
এতগুলো পরিবারের রান্নাবান্না করার জন্য স্থানের অভাব। তাই মুশকিল আসান করতে এগিয়ে এল সমিতির অদূরে প্রসন্নময়ী হোটেল এবং রেস্টুরেন্ট। ভাত, ডাল, তরকারি, ডিমের মত পুষ্টিকর খাবার রান্না করে সেগুলো প্যাকেট বন্দি করে পৌঁছে দেওয়া হয় প্রত্যেকটি পরিবারের কাছে।
না ধর্ম, না জাত, না কোন রাজনীতির গন্ধ লুকিয়ে রয়েছে এই উদ্যোগে। শুধু রয়েছে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সদিচ্ছা। তাই বিপদে পড়লে সমিতির পক্ষ থেকে দেওয়া নম্বরে ফোন করতে হবে। পেটের খিদে মেটাতে খাবার নিয়ে দরজায় হাজির হবে গোবরডাঙা যুব ব্যয়াম সমিতি।
দেবস্মিতা মন্ডল, উত্তর ২৪ পরগনা