Daily
দেশ জুড়ে যখন পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। ঠিক তখন চূড়ান্ত অবহেলায় পড়ে রয়েছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামীদের শহীদ বেদি। স্বাধীনতার অমৃত মহোৎসবের বছরে এই প্রথম শহীদ বেদি সংস্কারের দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা থেকে সামান্য দূরে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙায় জমিদার বাড়ির বড় গেটের পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে শহীদ বেদিটি আজো। আজ সেই ঐতিহাসিক ২৪ নভেম্বর। ১৯৪৭ সালের ২৩ এবং ২৪ নভেম্বর তৎকালীন কংগ্রেসের রাষ্ট্রীয় সম্মেলনে অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে শহীদ বেদিটি নির্মাণ করা হয়েছিল। দেখুন আজ ইতিহাসের ট্র্যাজেডি বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে গোবরডাঙায় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বেদি। দেখুন সেই ছবি।
ইতিহাসের কথা শোনালেন এলাকার প্রবীণ শিক্ষক পবিত্র মুখোপাধ্যায়।
সাতচল্লিশ সালের ২৩ এবং ২৪ নভেম্বর কে না মালা দিয়েছেন এই শহীদ বেদিতে। তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখোপাধ্যায়, অমূল্য মাইতি সহ একাধিক হেভিওয়েট কংগ্রেস নেতা এই বেদিতে মাল্যদান করেন। যদিও গোবরডাঙা পুরসভার পক্ষ থেকে বেদিটিকে সংরক্ষণ করে সৌন্দর্যায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এলাকার স্থানীয় বাসিন্দারাও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে বেদিটি সংরক্ষণেরই পক্ষপাতী।
তবে সেদিনের ইতিহাসের কথা শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা অনঙ্গমোহন রায়ের গলায়। বেশ আবেগতাড়িত গলায় স্মরণ করলেন সেদিনের শহীদ বেদি নির্মাণের ইতিহাস।
তবে গোবরডাঙাবাসীর কাছে আবেগের বিষয় এই শহীদবেদিটি। এখনো বছরের শুরুতে নববর্ষের দিনে শহীদ বেদিতে মাল্যদান যেমন দেখা যায়, তেমনি ১৫ অগাস্ট, ২৬ জানুয়ারি এবং সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও গোবরডাঙাবাসী এই বেদিতে মাল্যদান করে শহীদ বেদিতে স্মৃতি তর্পণ করেন।
সব মিলিয়ে আজাদির অমৃতবর্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, তখন গোবরডাঙাবাসী প্রশ্ন তুলছেন আর কতদিন এই শহীদ বেদি ইতিহাসের এই ট্র্যাজেডি বুকে বয়ে নিয়ে বেরাবে?
দেবস্মিতা মণ্ডল
গোবরডাঙা