Jobs

শুরু হয়ে গিয়েছে অগ্নিবীর পদে দরখাস্ত নেওয়া। প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে নিজের নাম নথিভুক্ত করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। মূলত অগ্নিপথ স্কিমের মাধ্যমেই অগ্নিবীর পদে নেওয়া হচ্ছে। অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর টেকনিক্যাল এভিয়েশন অ্যান্ড অ্যামুনিশন, অগ্নিবীর ক্লার্ক বা স্টোরকিপার এবং অগ্নিবীর ট্রেডসম্যান পদে। জানা গিয়েছে, কয়েক হাজার ছেলে নেওয়া হবে অগ্নিপথ স্কিমের মাধ্যমে। এই পুরো রিক্রুটমেন্ট প্রসেস চলবে কলকাতা হেড কোয়ার্টারস রিক্রুটিং অফিস মারফৎ।
প্রার্থী বাছাই-এর জন্য দিতে হবে অনলাইন পরীক্ষা। পরীক্ষা হবে ১৭ এপ্রিল থেকে। অনলাইন পরীক্ষায় পাশ করলে তখন হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। সেখানে সফল হলে তারপর হবে ডাক্তারি পরীক্ষা। অগ্নিবীর পদের জন্য প্রথমে যে পরীক্ষা দিতে হবে সেটা হল সিইই বা কমন এনট্রান্স এগজামিনেশন। উল্লেখ্য, এই সকল পদের জন্য প্রার্থীদের নেওয়া হবে ৪ বছরের চুক্তিতে। প্রথমে ৬ মাসের জন্য দেওয়া হবে মিলিটারি ট্রেনিং। সেই সময় তাঁদের স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর অবশ্য, প্রথম বছর প্রার্থীরা মাইনে পাবেন ৩০ হাজার টাকা। দ্বিতীয় বছর তাঁদের মাইনে একটু বেড়ে হবে ৩৩ হাজার টাকা। তৃতীয় বছর সেই মাইনে আরও একটু বৃদ্ধি পেয়ে হবে ৩৬ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ বছর মাইনে দাঁড়াবে ৪০ হাজার টাকায়। এছাড়াও থাকবে ৪৮ লক্ষ টাকার জীবন বিমা। দুর্ঘটনাবাবদ মৃত্যু হলে পাওয়া যাবে ১ কোটি টাকা। দেহের ৭৫% ক্ষতি হলে মিলবে ২৫ লক্ষ টাকা এবং ৫০% ক্ষতি হলে পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা। সঙ্গে থাকবে রিস্ক, রেশন, পোশাক, ভ্রমণ এবং হার্ডশিপ ভাতা। ছুটি মিলবে বছরে ৩০ দিন। সঙ্গে থাকবে মেডিক্যাল লিভ।
এখানেই শেষ নয়। ৪ বছর চাকরি করার পর, চাকরিপ্রার্থীদের ২৫ শতাংশ কেন্দ্রীয় সরকারের সরকারি পদে কাজ করতে পারবেন ১৫ বছরের জন্য। মিলবে পেনশন। আর বাকি ৭৫% প্রার্থী পাবেন অগ্নিবীর স্কিল সার্টিফিকেট। এছাড়া তাঁরা পাবেন এককালীন ১১ লক্ষ ৭১ হাজার টাকা। সেই টাকায় ছাড় দেওয়া হবে আয়কর দফতরে। চাইলে ঐ সার্টিফিকেট দেখিয়ে দ্বিতীয় কোন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা ব্যবসা চালু করতে পারেন।
১৭ এপ্রিল থেকে গোটা ভারতে ২০০ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, অবশ্যই অনলাইনে। দরখাস্ত দিতে হবে www.joinindianarmy.nic.in -এ। থাকতে হবে বৈধ মোবাইল নম্বর, ই-মেল আইডি। ওয়েবসাইটে যাবতীয় তথ্য সাবমিট করতে পারলে জমা দিতে হবে ২৫০ টাকা। সেটা লাগবে পরীক্ষা ফি বাবদ। টাকা জমা দেওয়া হয়ে গেলে পাবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম। বিস্তারিত জানার জন্য নজর থাকুক সংশ্লিষ্ট ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ