Trending

গুগল প্লে সার্ভিস, ইউটিউব এবং গুগল ম্যাপসের পর এবার নাম উঠে এলো জি-মেইলের। অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে ১০ বিলিয়ন ইনস্টলেশনের রেকর্ড গড়লো জি-মেইল। জি-মেইলের অ্যাচিভমেন্ট মুকুটে বসলো নয়া পালক। ১০ বিলিয়ন ডাউনলোড ক্লাবে টপ ফোরে জি-মেইল।
২০০৪ সালে জন্মের পরই জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছিল জি-মেইল। তাই ইন্টারনেট দুনিয়ায় আরও কিছু ই-মেইল প্ল্যাটফর্ম আসা সত্বেও নিজেদের জায়গা ঠিক ধরে রেখেছে তারা। পরবর্তীতে অ্যাপ হয়ে আসার পরও নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে তারা। জনপ্রিয়তার চূড়ায় বসে থাকার জন্য একের পর এক দুর্দান্ত ফিচার এনেছে জি-মেইল। বিশেষত, জি-মেইলের নতুন সেন্ড-আনডু ফিচার ব্যাপক ক্রেজ কুড়িয়েছে।
সম্প্রতি গুগল চ্যাটের অত্যাধুনিক ফিচারও বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে ব্যবহারকারীদের থেকে। মূলত মোবাইল ইউজারদের জন্য নিয়ে আসা এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই মাধ্যমের জন্যই রিলিজ করা হয়েছে। ১:১ অডিও ভিডিও কলের এই ফিচার নিয়ে আসায় ব্যবহারকারীদের থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে জি-মেইল।
ব্যুরো রিপোর্ট