Jobs

বাংলা চটশিল্পের এখন রুগন দশা চলছে। বিভিন্ন সমস্যায় জর্জরিত চটকলগুলি। তবু এরই মধ্যে আশার আলো দেখাল গ্লস্টার। কলকাতার পাট কোম্পানি গ্লস্টার বাংলায় ৩০০ কোটি টাকা লগ্নি করার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গিয়েছে এই মুহূর্তে গ্লস্টার ৬৩০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কারখানা তৈরির জন্য। তার মধ্যে একটি যেমন পশ্চিমবঙ্গে, তেমন অন্যটি তৈরি হবে তেলেঙ্গানায়। সংস্থা সূত্রে জানানো হয়েছে, নতুন করে ২৫০০ কর্মসংস্থান রাজ্যে তৈরি হবে।
এই দুটি কারখানা তৈরি হলে সংস্থার আয় একধাক্কায় বাড়তে পারে ১৫০ শতাংশেরও বেশি। কারখানা তৈরির কথা রাজ্য সরকারকে জানালে সীলমোহর পড়েছে সেখানে। ফলে কর্মসংস্থানের মাধ্যমে চটশিল্পে অনুকূল পরিবেশ তৈরি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
ব্যুরো রিপোর্ট